ওজন কমানোর অস্ত্রোপচার ডায়াবেটিসের ঝুঁকি কমায়!
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৭:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অস্ত্রোপচার করে যারা শরীরের ওজন কমান, তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় আশি শতাংশ কম বলে দাবি করা হয়েছে এক গবেষণায়।
ব্রিটেনের গবেষকরা এই গবেষণাটি চালান প্রায় চার হাজার প্রাপ্ত বয়স্ক মানুষের ওপর।
তারা দেখেছেন, যারা অস্ত্রোপচার করে বা ‘গ্যাস্ট্রিক ব্যান্ড’ ব্যবহার করে ওজন কমিয়েছেন, তাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম।
নারী এবং পুরুষ, উভয়ের ক্ষেত্রে এই গবেষণায় একই রকমের ফল দেখা গেছে।
লন্ডনের কিংস কলেজের গবেষকরা তাদের এই গবেষণার ফল সম্প্রতি ‘ল্যান্সেট ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইনোলজি’তে প্রকাশ করেন।