শায়েস্তাগঞ্জে ১৬৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৬:৪৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার রেল কলোনি এলাকা থেকে ১৬৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আবদাল মিয়াকে (৩৫) আটক করেছে র্যাব।
গতকাল ৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াডন লিডার এএনএ মুসাব্বীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক আবদাল মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার কদমতলী এলাকার মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে। র্যাব-৯ শ্রীমঙ্গলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬৭ হাজার ৬শ’ টাকা।
উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক মাদক ব্যবসায়ীকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।