সুনামগঞ্জ পাসপোর্ট অফিসে উদ্বোধনের প্রথম দুই মাসেই কোটি টাকা রাজস্ব আদায়
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৬:৩৫ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস চালুর প্রথম দুই মাসে এক কোটি সাত লাখ ১০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, গত ১সেপ্টেম্বর সুনামগঞ্জ আঞ্চলিক মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর এখান থেকে প্রথম পাসপোর্ট করেন সুনামগঞ্জের অতিরিক্তজেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আলমাহমুদ। এরপর সেপ্টেম্বর মাসে ৪৭ লাখ ৬৪ হাজার টাকা এবং অক্টোবর মাসে ৫৯ লাখ ৪৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়।
সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক খন্দকার কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীতে এ অফিসের মাধ্যমে আরো বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।