জেল হত্যা দিবসে জুড়ী কলজে ছাত্রলীগরে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৫:৫৩ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
গতকাল ৩ নভেম্বর সোমবার জেল হত্যা দিবস উপলক্ষে জুড়ি তৈয়বুন্নছো খানম একাডেমি ডিগ্রি কলজে শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
কলেজে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদরে সভাপতিত্বে ও মো. বলোল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজলো ছাত্রলীগের সভাপতি জুয়লে রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে, জুড়ী কলজে ছাত্রলীগ নেতা সাহাবউদ্দনি সাবেল, তুহনি আহমদ, সারোয়ার আহমদ, আরাফাত রহমান শান্ত, কামাল আহমদ, তানমি আহমদ, নিয়াজুল ইসলাম প্রমুখ।