রাজনগরে উপবৃত্তি বিষয়ে কর্মশলা
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ১১:২৩ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরে উপবৃত্তি ও টিউশন কর্যক্রম নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, ইমাম, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিকদের নিয়ে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আছকির খান।
ওয়ার্কশপে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার প্রমুখ।
এলজিইডির সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকায়েপ এটি বাস্তবায়ন করছে। এতে উপজেলার অতি দরিদ্র শিক্ষার্থীকে চিহ্নিত করে নির্দিষ্ট হারে মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।