রাজনগরে শিশুর শ্লীলতাহানী করল পাশের বাড়ির কিশোর!
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ১১:১৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::̲̲̲̲̲
মৌলভীবাজারের রাজনগরে এক শিশুর শ্লীলতাহানী করেছে এক কিশোর। আহত অবস্থায় শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই কিশোরকে রাজনগর থানার পুলিশ আটক করেছে। এ ব্যাপারে শিশুটির পিতা আজ ৩ নভেম্বর সোমবার রাজনগর থানায় মামলা করেছেন। পুলিশ আটক কিশোরকে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার খাসপ্রেমনগর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাসপ্রেমনগর গ্রামে গতকাল রবিবার বিকালে ৫ বছরের এক শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় পাশের বাড়ির বিধান মিয়ার কিশোর ছেলে রুপেস মিয়া (১২) ওই শিশুটির শ্লীলতাহানী ঘটায়। মেয়ে শিশুটির ভাই বিষয়টি দেখে তার মাকে জানায়। পরে তিনি এসে তার মেয়ের কাছে বিষয়টি জানতে চান। পরবর্তীতে প্রশ্রাব করার সময় শিশুটি ব্যথায় কাতরালে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আজ সোমবার ওই শিশুটির পিতা রাজনগর থানায় মামলা দায়ের করেন। এদিকে রাজনগর থানার একটি সূত্র জানিয়েছে, আটক কিশোর পুলিশকে জানিয়েছে, সে ও মেয়ে শিশুটি মার্বেল দিয়ে খেলছিল। এ সময় তাদের মধ্যে ঝগড়া হলে সে ওই মেয়েকে থাপ্পর মারে। তাদের মধ্যে আর কিছুই হয়নি।
রাজনগর থানার এসআই সুজিত চক্রবর্তী বলেন, ওসি সাহেব ও আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।