সিলেটে জালালাবাদ থানা শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৪১
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ১০:১৮ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে জামায়াত-শিবিরের ৪১নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জালালাবাদ থানা শিবিরের সভাপতিও রয়েছেন। গতকাল ২ নভেম্বর রোববার দিবাগত রাত থেকে আজ ৩ নভেম্বর সোমবার দুপুর ১টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে আজ সোমবার ভোররাত পর্যন্ত ৩৭জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে ৩২জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আটকদের মধ্যে কয়েকজন ওয়ারেন্টভুক্ত বলে জানা গেছে।
এছাড়া জামায়াতের ডাকা দ্বিতীয় দফা হরতাল চলাকালে আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে আরো ৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নগরীর জেল রোড পয়েন্টে ঝটিকা মিছিল থেকে ৫জন, কাজিরবাজার ও ধোপা দিঘীরপাড় এলাকা থেকে বাকিদের আটককরা হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান ।
অপরদিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, আজ সোমবার গোপন বৈঠক থেকে জালালাবাদ থানা শিবিরের সভাপতি আবু হোরায়রা জাবেরসহ ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য শিবির কর্মীরা হলেন- আরিফুলইসলাম, আব্দুল হামিদ, হাফিজ ইমরান ও হাফিজ তফজ্জল।