রাজনগরে ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ৮:২১ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আজ ৩ নভেম্বর সোমবার দুপুরে পুলিশ রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে রাজনগর উপজেলা শিবিরের সভাপতি মিছবাউল হাসান ও সম্পাদক জুবায়ের আহমদকে পিকেটিংয়ের অভিযোগে আটক করেছে।
আটক মিছবাউল হাসানের বাড়ি উপজেলার সুনাটিকি ও জুবায়ের আহমদের বাড়ি চাঁদভাগ গ্রামে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাজিম উদ্দিন আটকের বিষযটি পূর্বদিককে নিশ্চিত করেছেন।