দক্ষিণ সুরমায় দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ৭:৪৬ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে সিলেট-ঢাকা মহাসড়কে দু’টি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে এক ট্রাক চালক নিহত ও উভয় ট্রাকের হেলপার আহত হয়েছেন।
গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রশিদপুর বাজার মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালকের নাম আলাল মিয়া (২৮)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বড়দলা গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বালু বোঝাই ট্রাক (হবিগঞ্জ ট ১১-০০২১) বিপরীত দিক থেকে আসা ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৪৬০) এর সাথে রশিদপুর এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের চালক আলাল মিয়া মারা যান। গুরুতর আহতাবস্থায় দুই ট্রাকের হেলপার কামাল ও মকসুদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সিলেটগামী ট্রাকের চালক পালিয়ে যায়।
ট্রাক দুইটি জব্ধ করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। নিহত ট্রাক চালক আলাল মিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।