রাজনগরে যাত্রবাহী বাস ভাঙচুর করল শিবির কর্মীরা
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ৬:৩২ পূর্বাহ্ণ
রাজনগর সংবাদদাতা ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল এলাকায় যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আজ ৩ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে মহলাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে সকাল থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মহলাল বাজার এলাকায় পিকেটিং করছিল। এ সময় একটি যাত্রবাহী বাস মৌলভীবাজার থেকে কুলাউড়ায় যাওয়ার পথে মহলালবাজার এলাকায় এলে পিকেটাররা বাসটি ভাঙচুর করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হয়নি বলে জানা গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বাস ভাঙচুরের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।