সিলেটে যুব লীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ৫:২৮ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের বাসার সামনে বোমাহামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল ২ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টায় নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত-শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নেতারা বলেন, সারা দেশে যখন জামায়াত-শিবিরের বিরুদ্ধে যুবলীগ নেতাকর্মীরা সোচ্চার হয়ে ওঠেছে। এমন সময় চোরের মতো তারা যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের বাসায় হামলা চালিয়েছে। সাহস থাকলে জামায়াত-শিবির ক্যাডারদের রাজপথে নামার আহ্বান জানান তারা।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোন্দাকার মহসীন কামরানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জুয়েল আহমদ, প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকআব্দুল মতিন, যুবলীগ নেতা বাবলা চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
রাত সাড়ে ৮টায় নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে বের হওয়া মিছিলটি জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ঘুরেকোর্ট পয়েন্টে এসে পথসভা করে।
উল্লেখ্য গতকাল সন্ধ্যায় ঢাকাস্থ ধানমন্ডি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের বাসার সামনে বোমা হামলার ঘটনা ঘটে।