রাজনগরে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ১০:১২ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরে গরীব ও হতদরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ আজ ২ নভেম্বর রোববার উদ্বোধন করা হয়েছে। মানব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার (মাউস্) এর উদ্যোগে ২০ জন গরীব ও হতদরিদ্র নারীদের বিনা মূল্যে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মাউস্-এর সভাপতি মো. ময়জুল হকের সভাপতিত্বে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনর উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাউসের সেক্রেটারি স্বপন দেব, বিশ্বজিৎ দেব, মিজানুর রহমান, জাবেদুর রহমান আশুক, আব্দুল মুকিত প্রমুখ।