মীর কাসেমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৭:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল ৬ ট থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এর আগে গত বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টা এবং রবিবার ও সোমবার মোট ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল।
জামায়াতের হরতালের মধ্যেই রোববার মীর কাসেম আলীর রায় হওয়ায় আগামী বৃহস্পতিবার আবারো ২৪ ঘণ্টার ডাক দিল দলটি।