সিলেটে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ করে শিবির কর্মীদের গাড়ি ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৭:০৫ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীরকাসেম আলীর ফাঁসির রায় ঘোষণার পরপরই সিলেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা। আজ ২ নভেম্বর রোববার দুপুর সাড়ে ১১টার দিকে নগরীর মিরাবাজার এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে তারা।
এদিকে রায় ঘোষণা পরবর্তীনাশকতা এড়াতে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেজা নিয়েছে পুলিশ। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লামা কাজিফতেহপুর এলাকায় হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে ৭-৮টি গাড়ি ভাঙচুর করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তারা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
খবর পেয়ে পুলিশের টহল টিম সাজোয়া যান নিয়ে সেখানে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মানবতাবিরোধী অপরাধে গত ২৯ অক্টোবর বুধবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ডদিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে আলাদাভাবে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। আজ রোববার সকাল ৬টায় শুরু হওয়া দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার এ হরতাল চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।