জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৬:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে হরতাল করছে দলটি।
দ্বিতীয় দফায় আজ রোববার সকাল ৬টায় শুরু হওয়া এই হরতাল চলাকালে সকাল সোয়া ১০টা পর্যন্ত দেশের কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীসহ দেশজুড়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ-র্যাবের অবস্থান লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়।
হরতাল চলাকালে রোববার রাজধানীতে যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর প্রধান ও দলের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে দুই দফায় তিন দিনের হরতাল কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।
গত বুধবার নিজামীর রায় ঘোষণার পর দুপুরে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান জানান, বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে।