বড়লেখায় দুই জামায়াত কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৫:৫৯ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের বড়খলা ও দোহালীয়া গ্রামে গতকাল ১ নভেম্বর শনিবার সকালে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণভাগ ইউপির বড়খলা গ্রামের মুদাচ্ছির আলীর পুত্র ফয়েজ উদ্দিন (৪০), ও দোহালীয়া গ্রামের মৃত রশীদ আলীর পুত্র রায়েফ উদ্দিন (৩৮)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) আবুল হাসেম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে ৭২ ঘণ্টা ডাকা হরতালের প্রথম দিনে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার গ্রেফতারকৃত এদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।