শমশেরনগরে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রবেশের সময় পুলিশি বাধায় সাবেক চিফ হুইপ এমএ শহীদ
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৫:৫০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের শমশেরনগরে একই স্থানে ছাত্রলীগের দুটি পক্ষের সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় গতকাল ১ নভেম্বর শনিবার সকাল ১১ টা থেকে ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে প্রশাসন। ১৪৪ ধারা লঙ্ঘন করে শনিবার সন্ধ্যায় মিছিলযোগে প্রায় অর্ধ সহস্রাধিক নেতাকর্মীসহ শমশেরনগরে প্রবেশের চেষ্টাকালে পুলিশি বাধার মুখে পড়েন সাবেক চিফ হুইপ মৌলভীবাজার-৪ এর সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ।
পুলিশি প্রতিন্ধকতায় অবশেষে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে অবস্থান করে সভা করেন সাংসদ উপাধ্যক্ষ এমএ শহীদ।
পুলিশি প্রতিবন্ধকতায় সড়কে আটকা পড়ে সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ সাংবাদিকদের বলেন, পূর্ব ঘোষিতভাবে শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের জেল হত্যা দিবসের সভাকে বানচালকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। যারা এ ঘটনার জন্য দায়ী তারা ঐতিহ্যবাহী শমশেরনগরের ভাবমূর্তি বিনষ্ট করেছে। আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করেছে। এ মাসেই শমশেরনগরে একটি সভা করা হবে বলেও তিনি জানান। সংসদ সদস্যের রাস্তায় অবস্থান করায় প্রায় দেড় ঘণ্টা শমশেরনগর-কমলগঞ্জ সড়ক অবরুদ্ধ থাকলে দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।