আল ইসলাহর জেলা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ১:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শামছুল ইসলামকে সভাপতি ও আব্দুল আলীমকে পূণ নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী বলেন, সমাজকে সুন্দর ও ইসলামের আক্বিদা বিশ্বাসকে সঠিক রাখতে হলে আল্লাহ ও তার রাসুলের আদর্শ বাস্থবায়ন করতে হবে। নিজেকে সেই আদর্শ বাস্তবায়নের খাদিম হিসাবে প্রস্তুত করতে ও প্রতিকূল অবস্থার মুকাবিলার জন্য বদরের সৈনিকদের মতো ঈমানী বলে বলিয়ান করতে হবে।
তিনি বলেন, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা রাসুলের জিয়ারতকে অস্বিকার করে তাদের বিরুদ্ধে অন্দোলন গড়ে তুলতে হবে। কেবল জিকির ও খানেকা বাস্তবায়ন করলে হবে না, পাশাপাশি সমাজের খেদমতে সমাজকে সুন্দর করার লক্ষে কাজ করতে হবে। কেননা আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলা শুধু খানেকার পীর ই ছিলেন না। তিনি ইসলামের বিভিন্ন খেদমতের পাশাপাশি সমাজকে সুন্দর করার জন্য বিভিন্ন রকমের কাজ করে গেছেন। আমরা ফুলতলী ছাহেব কিবলার কোন ইজম বাস্তবায়নের জন্য কাজ করি না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষে রাসুলের আদর্শকে বাস্তবায়নের জন্য তাকে আমাদের মডেল হিসাবে অনুসরন করে থাকি। কেননা নবী, ওলি, সাহাবী, তাবেয়ীন ও পীর আউলিয়াদের অনুসৃত পথ ছাড়া সুন্নী দাবি করা যাবে না।
জেলা সভাপতি মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম ও সহ সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হকের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহর মহাসচিব মাওলানা মনোওর আলী।
বক্তব্য রাখেন, আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আকমল আলী, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি আবু জাফর মো. নোমান, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সিলেট দক্ষিণ সুরমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাছিরী, মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা শফিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম খান, মাওলানা মকবুল হোসাইন খান, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, কামাল উদ্দিন প্রমুখ।