আগুনে পুড়ল বিএসইসি ভবনের ১১তম তলা
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ৩১ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ১১তম তলায় আমার দেশ পত্রিকার কার্যালয়ে এ আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এ ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। সে সময় ভবনে থাকা এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০ প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়।
গতকাল বেলা ১১টা ৪৮ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ২ ঘণ্টার চেষ্টার পর বেলা ১টা ৫৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। আমার দেশের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি কর্তৃপক্ষ।
১১ তলা ভবনটির বিভিন্ন তলায় এবি ব্যাংক, ইস্টার্ন ক্যাবল, ইস্টার্ন টিউবস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলাদেশ, এনটিভি, আরটিভি, আমার দেশসহ সরকারি-বেসরকারি প্রায় ৩০টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ১১তম তলার দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে তানজিব আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের কার্যালয়। তলাটির বাকি অংশটিতে আমার দেশের কার্যালয়।
শুক্রবার ছুটির দিন হওয়ায় ভবনের সরকারি-বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠানই বন্ধ ছিল। তবে ভবনটিতে অবস্থিত গণমাধ্যম কার্যালয়গুলো খোলা ছিল। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘হঠাৎশর্ট সার্কিট থেকে স্পার্ক করার মতো শব্দ পেলাম। এর পর আমার দেশের এক নিরাপত্তাকর্মী নেমে এসে চিত্কার করে সবাইকে নেমে যেতে বলেন। ধোঁয়া দেখে সবাই তাড়াতাড়ি নেমে পড়ি।’ আগুন দেখে বিপুলসংখ্যক মানুষ ভবনের আশপাশে ভিড় করলে এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আগুন লাগার পর ভবনের ১১তম তলা থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এর পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সর্ভিসের কর্মীরা ভবনের সামনে ও পেছনে দুটি মই লাগিয়ে পানি ও ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি অগ্নিনির্বাপণকর্মীরা। তবে ভবনটির নিরাপত্তারক্ষী ও বিভিন্ন তলায় অবস্থিত কার্যালয়ের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১তম তলায় আমার দেশের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে আগুন লাগার পর পরই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এনটিভি ও আরটিভির নিয়মিত সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে পুরনো অনুষ্ঠান সম্প্রচার শুরু করে এনটিভি। বিকল্প ব্যবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার সংবাদের মাধ্যমে নিয়মিত সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
আমার দেশের কয়েকজন কর্মী জানান, পত্রিকার মুদ্রণ বন্ধ থাকলেও অনলাইনের কার্যক্রম চালু রয়েছে। তবে সম্প্রতি আমার দেশের কার্যালয় নিকেতনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। গতকাল সকালে নিকেতনে কার্যালয় স্থানান্তরের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। এজন্য বার্তা বিভাগের কেউ সকালে বিএসইসি ভবনে উপস্থিত ছিলেন না।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলীও ঘটনাস্থলে উপস্থিত হন।
বিএসইসির চেয়ারম্যান জানান, সংস্থার পরিচালক (অর্থ) সৈয়দ মোজাম্মেল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় দেয়া হয়েছে কমিটিকে।