চাঁদাবাজির অভিযোগে ভাটারা থানার দুই এসআইসহ ৫ জন আটক
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ১০:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানার দুই এএসআই, এক কনস্টেবলসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন ভাটারা থানার এএসআই সিরাজুল ইসলাম ও কায়সার আহমেদ, কনস্টেবল আব্দুর রহমান, গাড়িচালক আসাদুজ্জামান এবং বর্ষা নামে এক নারী।
র্যাব-১ জানিয়েছে, শনিবার ভোর রাতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটারা থানার এসআই নজরুল ইসলাম জানান, আটকৃতরা গতকাল ৩১ অক্টোবর শুক্রবার রাতে শাহজাহান সামসু নামের এক ব্যক্তিকে অপহরণ করে। অপহরণকারীরা সামসুর মামা আবুল হোসেনের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ পরিস্থিতিতে আবুল হোসেন খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি র্যাবের শরণাপন্ন হলে র্যাব-১ এর সদস্যরা ওই দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে কুড়িল বিশ্বরোড থেকে আটক করে।