আশরাফুল আমেরিকায় শৌখিন ক্রিকেট খেলছেন, দলে ফেরার অপেক্ষায়
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ৯:০৫ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
মোহাম্মদ আশরাফুল দলে ফেরার আশায় আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল এখন আমেরিকায়, প্রতি শনিবার শৌখিন ক্রিকেট খেলছেন।
এভাবেই তিনি চেষ্টা করছেন ফিট থাকার, আশা করছেন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে তিনি আবার জাতীয় দলে খেলতে পারবেন।
২০১৩ সালে বিপিএল নামের টি২০ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংএ জড়িত থাকার জন্য তাকে সব ধরণের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়।
মোহাম্মদ আশরাফুল তখন থেকেই বলে আসছেন যে তিনি নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে চান।
আর সে জন্য তৈরি থাকতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ক্রিকেট খেলছেন। কারণ তার আইনজীবীর পরামর্শ অনুযায়ী কোন বোর্ডের অধীনে ক্রিকেট না খেললে তার নিষেধাজ্ঞা শর্ত লঙ্ঘন হবে না।