পর্যটক মহাকাশযান বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ৮:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোজেভ মরুভূমিতে পরিক্ষামূলক পর্যটক মহাকাশযান বিধ্বস্ত হয়ে এর একজন পাইলট নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
পরীক্ষামূলক পর্যটক মহাকাশযানটি বিধ্বস্ত হবার পর একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, আকাশের অনেক উঁচুতে তিনি একটি বিস্ফোরণ দেখেছিলেন। এর পরপরই যানটির ধ্বংসাবশেষগুলো মোজেভ মরুভূমিতে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সংবাদ সম্মেলনে মোজেভ কর্তৃপক্ষ বলেছে, ঠিক কী কারণে মহাকাশযানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে, পরীক্ষামূলকভাবে উড়ার অনুমতি দেবার আগে যানটিতে কোনো প্রকার ত্রুটি ছিল না বলে তারা জানিয়েছে।
পর্যটকদের মহাকাশে পাঠানোর জন্য মহাকাশযান তৈরির কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। আটশ’র বেশি পর্যটক মহাকাশে ভ্রমণের জন্য কোম্পানিটির কাছে আগাম অর্থ দিয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ-ই মহাকাশে পর্যটক পাঠাতে পারবেন বলে ঘোষণা দিয়েছিলেন ভার্জিন গ্যালাকটিক-এর প্রধান রিচার্ড ব্রানসন।
স্পেশ ট্যুরিজম বা মহাকাশ পর্যটন ব্যবস্থাকে মানুষের মধ্যে চালু করার জন্য গ্যালাকটিক যে চেষ্টা চালাচ্ছিল, এই মহাকাশযান বিধ্বস্ত হবার ঘটনায় সেই ট্যুরিজমে অনেকটাই বাধার সৃষ্টি করলো।