সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নৌকাডুবিতে বিজিবি জওয়ানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ৮:২৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নৌকাডুবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক জওয়ানের মৃত্যু হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম বিদর্শন বড়ুয়া।
গতকাল ৩১ অক্টোবর শুক্রবার রাত সোয়া ৮টায় তাহিরপুরের পাটলাই নদী পাড় হওয়ার সময় খেয়া নৌকা ডুবে গেলে তিনি মারা যান। এ সময় বিজিবি জওয়ানদের কাছে থাকা একটি রাইফেল, একটি এসএমজি ও একটি ম্যাগাজিন পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহিরপুর সীমান্তের লালঘাট থেকে বিজিবির টহলদল বালিয়াঘাট ফাঁড়িতে ফেরার সময় ৪ বিজিবি জওয়ানসহ ৫ জন ছোট একটি নৌকায় (কিলি নৌকা) পাটলাই নদী পার হচ্ছিলেন। অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি নদীর মাঝনদীতে ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা বিজিবির নায়েক সুবেদার শাহজাহান(৫০), সিপাহী আরিফ (৩০), আলা উদ্দিন(৩৫), এক যাত্রী ও নৌকার মাঝি সাঁতারে তীরে ওঠলেও সিপাহী বিদর্শন বড়ুয়া অস্ত্রসহ ডুবে যান।
স্থানীয় লোকজন ও বিজিবি জওয়ানরা প্রায় ২০ মিনিট খোঁজার পর ঘটনাস্থলের একটু ভাটি থেকে তার লাশ উদ্ধার করেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে অন্য ৩ বিজিবি সদস্যকে তাহিরপুর হাসপাতালে পাঠানো হয়।
বিজিবির ৮ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নৌকাডুবিতে কতটি অস্ত্র খোয়া গেছে তা জানাতে পারেননি তিনি।