কমলগঞ্জের শমশেরনগরে ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ৮:১৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনায় ছাত্রলীগের দু-পক্ষের একই স্থানে সভা আহ্বানে করায় চরম উত্তেজনায় সৃষ্টি হয়েছে। দু’পক্ষের মুখোমুখি অবস্থান থাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ফৌজধারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেছে এবং শমশেরনগর চৌমুনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হক (অতিরিক্ত দায়িত্ব) জানান, একই স্থানে ছাত্রলীগের দুটি পক্ষের সভা নিয়ে উত্তেজনার পর সংঘর্ষের আশঙ্কায় ১ নভেম্বর সকাল ১১টা থেকে ২ নবেম্বর সকাল ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা, সমাবেশ, জটলা, মাইক ব্যবহার, লাটিসোটা, অস্ত্র বহন ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে জারিকৃত ১৪৪ ধারা মেয়াদ আরো বাড়তে পারে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এম মাসুদ বলেন, এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শমশেরনগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।