জাতীয় গ্রিডে বিপর্যয়ে মৌলভীবাজারসহ সারাদেশ দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎহীন
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ৮:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারসহ সারাদেশে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুতের জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ায় শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে সারাদেশে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির) ও মৌলভীবাজার পিডিবি বিষয়টি নিশ্চিত করে জানায়, কোথায় এ গ্রিড বিকল হয়েছে তা জানা যায়নি। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীরা দ্রুত সমম্যা সমাধানের চেষ্টা করছেন।
দুপুর থেকে সারাদেশ থেকে বিদুৎ বিপর্যয়ের খবর পাওয়া গেছে।
এদিকে প্রকৌশলীরা জাতীয় গ্রিডে বিপর্যয়ের সমাধান করে বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে পেরেছেন। তবে জাতীয় গ্রিডের কোথায় বিপর্যয় ঘটেছিল তা জানা যায়নি।