কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ১জন নিহত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৪, ৯:৫৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় শফিকুর রহমান চৌধুরী (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
আজ ৩১ অক্টোবর শুক্রবার ভোর রাত ৩টার দিকে উপজেলার ভুকশিমইল মদনগৌরী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শফিকুর রহমান চৌধুরী উপজেলার ভুকশী মইল ইউনিয়নের মদনগৌরী গ্রামের মৃত আব্দুল গফুর চৌধুরীর ছেলে। এএসপি (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে প্রতিবেশী মজমিল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে ওই বিরোধের জের ধরে মজমিল মিয়া, শামীম আহমদ ও মাসুম আহমদ একদল সন্ত্রাসী নিয়ে হামলায় চালিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে ঘরের ভিতর থাকা শফিকুর রহমান বাধা দিতে এলে সন্ত্রাসী মজমিল ও তার সহযোগীরা রাম দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে । গুরুতর আহত শফিকুর রহমানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত শফিককে স্থানীয়দের সহযোগীতায় প্রথমে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে হত্যাকারী মজমিল মিয়া, শামীম আহমদ ও মাসুম আহমদ পলাতক রয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মৃতদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।