রাজনগরে চা শ্রমকি সমাবেশ, ১ঘণ্টা কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৪, ৯:৫৫ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে ২১ দফা দাবিতে ১ ঘণ্টা কাজ বন্ধ রেখে সমাবেশ করেছে চা শ্রমিকরা।
আজ ৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় বাগানের ২ নং বাংলো প্রাঙ্গনে শ্রমিকরা বাগানে কারখানা স্থাপন, এ্যম্বুলেন্স ব্যবস্থ্যা, রাবার শ্রমিকদের ১৫০ টাকা মজুরী, ১শ অস্থায়ী শ্রমিককে স্থায়ী করণ, মহিলা চা শ্রমিকদের জন্য সেকশনে ছাউনি নির্মাণ সহ ২১ দফার দাবীতে এ সমাবেশ করে।
শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
বাগানের শ্রমিক নেতা গোপাল শালিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড়, মানিক লাল রবিদাস, জগৎ নারায়ন রাজভর, ছমলু নাইডু প্রমুখ।