এদেশে কোন ভ্রান্ত মতবাদ বাস্তবায়িত হতে দেয়া হবে না ———মোঃ ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৪:৩৩ অপরাহ্ণ
যুগে যুুগে যখনই ঈমান বিধ্বংসী কোন মতবাদ এদেশে প্রকাশিত হয়েছে সত্যপন্থি মুসলমানেরা তা তখনই প্রতিহত করেছেন। সম্রাট আকবর দ্বীনে এলাহীর নামে নতুম মতবাদ সৃষ্টি করেছিল কিন্তু তা আলোর মুূখ দেখেনি, মোজাদ্দিদে আলফে সানী (রহ.) একে কঠোর হাতে দমন করেছেন। আজকেও যারা নতুন নতুন মতবাদের সৃষ্টি করতে চাচ্ছে তাদের বুঝা উচিৎ মুসলমানদের ঈমানী চেতনা এখনো জাগ্রত আছে। তাই এদেশে কোন ভ্রান্তবাদীদের ভ্রান্ত মতবাদ বাস্তবায়িত হতে দেয়া হবে না।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম গত ২৯ অক্টোবর বুধবার নবিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সদস্য স্তর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি জালাল উদ্দীন ধন মিয়ার সভাপিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর পরিচালনায় কর্মশালার বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরিফ উদ্দীন ও প্রশিক্ষণ সম্পাদক ওয়ালীউর রহমান সানী। এতে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি আব্দুল মহিত রাসেল, জেলা আল-ইসলাহ সহ-সভাপতি কাজী মাওঃ হাছন আলী ও নবিগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ প্রমূখ।