রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে আপন ভাইয়ের হাতেই খুন হল আবুল ফজল (৩৫)। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার সময় রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনিমহল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আবুল ফজলের টাকা পাওনা ছিল তার বোনের কাছে। এ নিয়ে গত ৬ মাস আগে আবুল ফজল ও তার ভাই আবুল কালামের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবুল কালামের দায়ের কোপে বড়ভাই লেছু মিয়া আহত হন। পরে তাকে সিলেট ওসমানীতে চিকিৎসা দেয়া হলে তিনি সুস্থ হন। গত২৯ অক্টোবর বুধবার রাত ৮টার পর আবুল ফজল বাড়ির পাশে ভাসমান পানিতে পেতে রাখা জাল থেকে মাছ ধরতে যান। এ সময় আবুল কালাম (৩৮) ও ওই গ্রামের চেরাগ শিয়ার ছেলে আলী মিয়া (২৮) তার পিছু নেয়। পরে আবুল ফজলের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে রাজনগর-বালাগঞ্জ সড়কের রাতিবের দোকানের পাশের ‘গুলের বন্দের’ পানিতে আবুল ফজলের ভাসমান লাশ পাওয়া যায়। বিষয়টি রাজনগর থানার পুলিশকে জানালে সকাল ১০টার সময় পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠায়। সুরতহাল রিপোর্টে নিহতের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে রাজনগর থানায় আবুল কালাম ও আলী মিয়াকে আসামী করে মামলা করেছেন। ঘটনার পর থেকে উভয়েই পলাতক রয়েছেন। নিহত আবুল কালামের মহিমা (৪), তাইয়্যেবা (২) ও সাইমা (৩মাস) নামে ৩টি সন্তান রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্টে ধারালো অস্ত্রের অঘাত পাওয়া গেছে। এ ব্যাপারে নিহেতর স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন।