সিরিয়ার কোবানে যাচ্ছে ইরাকি কুর্দি যোদ্ধারা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৯:৪৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিরিয়ার কোবানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত সিরীয় কুর্দিদের সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে ইরাকের কুর্দি পেশমেরগাদের সশস্ত্র একটি দল। গতকাল বুধবার তারা ইরাক থেকে তুরস্কে পৌঁছায়।
একই দিনে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের একটি দলও তুরস্ক হয়ে কোবানে শহরে প্রবেশ করে। বেশ কয়েক সপ্তাহ ধরে তুরস্ক সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত সিরীয় শহর কোবানেতে কট্টর সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আইএস এবং স্থানীয় কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী বিমান হামলারও মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি।
স্বজাতিদের রক্ষায় দীর্ঘদিন ধরেই তুরস্ক হয়ে কোবানে শহরে যেতে চাইছিল তুর্কি ও ইরাকি কুর্দিরা। এদিকে, টানা বিমান হামলা সত্ত্বেও আইএসের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ মার্কিন জোটের জন্য বিষয়টি সম্মানের প্রশ্ন হয়ে দেখা দেয়। শেষ পর্যন্ত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবল চাপে আঙ্কারা কুর্দি যোদ্ধাদের তুরস্ক হয়ে কোবানে যাওয়ার অনুমোদন দেয়। বুধবার ১৫০ ইরাকি কুর্দি পেশমেরগা (আধা স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তানের সশস্ত্র বাহিনী) কোবানে যাওয়ার উদ্দেশে তুরস্কে পৌঁছায়। গতকাল সকালেই ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত একটি ট্রাক বহর পেশমেরগাদের নিয়ে ইরাক-তুরস্ক সীমান্ত অতিক্রম করে। তুরস্কে তাদের তুর্কি কুর্দিরা উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর তুর্কি সশস্ত্র বাহিনী পেশমেরগাদের এসকর্ট করে বাসে সিরীয় সীমান্তের দিকে নিয়ে রওনা হয়। কোবানেকে রক্ষায় স্থানীয় কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিতে দ্বিধায় ছিল তুরস্ক। কেননা, কোবানের ওই পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) সঙ্গে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগসূত্র রয়েছে। তুরস্কে পিকেকে তিন দশক ধরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।
কোবানেতে ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) একটি দলও গতকাল তুরস্ক হয়ে কোবানে শহরে প্রবেশ করে। তারাও কোবানের কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের সহায়তায় কাজ করবে। তুর্কি কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার গভীর রাতে বাসে দেড় শতাধিক এফএসএ যোদ্ধা তুর্কি সীমান্ত অতিক্রম করে কোবানে প্রবেশ করে বলে জানান তুরস্ক সরকারের এক কর্মকর্তা। প্রেসিডেন্ট বাশারবিরোধী তুর্কি সরকার এফএসএকে সব সময়ই সমর্থন দিয়ে আসছে।
তেল ক্ষেত্রে আইএসের হামলায় নিহত ৩০সিরিয়ার হোমস প্রদেশের শায়ের তেল ও গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে ৩০ নিরাপত্তারক্ষী ও সরকারপন্থি অস্ত্রধারীকে হত্যা করেছে আইএস। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস তেলক্ষেত্রটির আংশিক নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।