সিলেটে জামায়াত-শিবিরের ৫৮ নেতা-কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৯:২৪ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৫৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর গতকাল বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আওয়ামী লীগের মিছিলে হামলার পর আজ বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা এড়াতে অভিযানে নামে র্যাব-পুলিশ। অভিযানে গতকাল ২৯ অক্টোবর বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ৫৮ জনকে আটক করা হয়।
এদিকে সারাদেশে ডাকা তিনদিনের হরতাল কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম দিন সিলেটেও হরতাল করছে জামায়াতে ইসলামী। তবে হরতাল চলাকালে দুপুর ২টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের শুরুতে ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দরগা গেইট এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এরপর সকাল ৯টার দিকে শহরতলীর টুকেরবাজার ত্রিমুখী এলাকায় রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
হরতালের কারণে সকাল থেকেই নগরীতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এছাড়া হরতালে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি জানান, বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নগরীর কোতোয়ালি মডেল থানা, জালালাবাদ থানা, শাহপরান থানা, বিমানবন্দর থানা, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এদিকে হরতালে নগরীর বিপনী বিতানগুলো বন্ধ থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক হালকা যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েকটি বাসও ছেড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।