কুলাউড়ায় সিলেটগামী কালনী ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৬:৩৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেল স্টেশনে ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে অজ্ঞাতপরিচয় (১৯ ) এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল ২৯ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে ভাটের স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে সিলেটগামী কালনী ট্রেন ভাটেরা স্টেশন বাজার এলাকায় এলে ওই কিশোর ট্রেন থেকে লাফ দিয়ে নামতে যায়। এ সময় রেল লাইনের পাতের উপর পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।