মীর কাশেম আলীর রায় রোববার
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৬:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আরেক নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় ট্রাইবুনাল রোববার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে।
তাঁর বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে হত্যা, অপহরণ এবং নির্যাতন চালানোর মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়েছে।
মীর কাশেম আলীর বিরুদ্ধে গত বছরের ১৮ই নভেম্বর বিচার কার্যক্রম শুরু হয়েছিল।
তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এছাড়াও তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে গতকালই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর পরদিনই জামায়াতের আরেক নেতা মীর কাশেম আলীর মামলায় রায়ের দিন জানানো হলো।
এর আগে চলতি বছরের ৪ মে বিচার শেষে মীর কাশেম আলীর মামলার রায় অপেক্ষমান রাখা হয়।