বাল্লা সীমান্তের ওপারে ভারতীয়দের পিটুনিতে নিহত তিন বাংলাদেশির লাশ ফেরত দেয়নি বিএসএফ
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৬:২৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের ওপারে ভারতীয়দের পিটুনিতে তিন বাংলাদেশি নিহত হন। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের পাঁচ-ছয়জন বাসিন্দা গত২৮ অক্টোবর মঙ্গলবার বাল্লা সীমান্ত দিয়ে ভারতের সিংহাই ছড়ার লতাবাড়ী এলাকায় যান। স্থানটি বাল্লা সীমান্ত থেকে চার কিলোমিটার দুরে ভারতের অভ্যন্তরে অবস্থিত। এ সময় সেখানকার বাসিন্দারা তাঁদের গরুচোর সন্দেহে পিটুনি দেয়। এতে সুজন (২৩), করম আলী (৩৫) ঘটনাস্থলে এবং আকল মিয়া (৩০) সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তিদের সঙ্গে থাকা দু-তিনজন পালিয়ে এসে তাঁদের পরিবার ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানান।
লাশ তিনটি ফেরত দেওয়ার ব্যপারে বাংলাদেশ-ভারত সীমান্তের কেদারাঘাট নামক স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেলা সাড়ে তিনটা থেকে তিন ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক হয়। বৈঠকে হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের কাছে প্রতিবাদ জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বৈঠকে বিএসএফ বিজিবিকে জানায়, প্রক্রিয়া শেষ করে লাশগুলো ফেরত দেওয়া হবে। গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।