মৌলভীবাজারে জেলাব্যাপী পুলিশ-র্যাব-বিজিবির কড়া টহল
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ১১:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং নাশকতা ঠেকাতে সারাদেশের মতো মৌলভীবাজারেও সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব ও বিজিবি সতর্ক অবস্থান রয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজারের সবকটি (মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা ও জুড়ী) থানার পুলিশ ও শ্রীমঙ্গলস্থ সেক্টর কমান্ডের বিজিবি সদস্যরা নিরাপত্তা মূলক টহল শুরু করে।
মৌলভীবাজারের সিনিয়র এএসপি (সদর সার্কেল) আশরাফুল আলম বলেন, পুরো জেলায় পুলিশ কড়া সতর্কতার সাথে পাহারা দিচ্ছে। কোথাও যাতে কোন প্রকার নাশকতা মূলক কর্মকাণ্ড না ঘটে সেদিকে লক্ষ রেখে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান বলেন, পুলিশের পাশাপাশি সারা জেলায় বাড়তি সতর্কতায় বিজিবির টহল চলছে। তারা আরও বলেন, নাশকতা যাতে না ঘটে সে জন্য রেলপথ, রেলওয়ে স্টেশন,ব্যাংক বীমা, মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছে।