৩ দিনের হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ১০:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার, রোববার ও সোমবারেরপরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ২৯ অক্টোবর বুধবার আর্ন্তজাতিকঅপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর রায় ঘোষণার পরই আগামী বৃহস্পতিবার, রোববার ও সোমবারবার হরতাল ডেকেছে জামায়াত ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে তিন দিনের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া এসব পরীক্ষারপরিবর্তিত তারিখও সময় শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত বাকিসব পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।