নাশকতা সৃষ্টির আশঙ্কায় হবিগঞ্জে ৯ জামায়াত-শিবির নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা : :
মানবতাব বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায়কে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত- শিবিরের শিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ ২৯ অক্টোবর বুধবার দুপুরে রায় ঘোষণার পর পরই দুপুর পৌনে ২টার দিকে শহরের পুরান মুন্সেফী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। পুলিশ জানায়, ওই নয়জন দুপুরে পুরান মুন্সেফী এলাকায় জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।