রায়ের পর সিলেটে আ’লীগ-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৮:৩০ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করলে জামায়াত-শিবির ধাওয়া দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে জামায়াত-শিবিরের নেতাকর্মীর মধুবন মার্কেটের সামনে রাখা ৮-১০টি মোটর সাইকেল ভাংচুর করে। একপর্যায়ে নিজেরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-শিবিরকে পাল্টা ধাওয়া দেয়।
এ সময় পাল্টা ধাওয়া খেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে।
আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি করতে হয়েছে। তবে বন্দরবাজারে এ সময় অনেক লোক থাকায় তাদের নিরাপত্তার জন্য পুলিশ অ্যাকশনে যেতে পারেনি।
পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কি-না, তা খতিয়ে দেখতে নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নজরদারি করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।