৩ দিনের হরতাল ডেকেছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৮:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার প্রতিবাদে জামায়াত ৩ দিনের হরতাল ডেকেছে।
আজ বুধবার নিজামীর রায়ের পর দুপুর ১টার দিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে।
এ ছাড়া আগামী শুক্রবার দোয়া ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয়া হয় বিবৃতিতে।