হবিগঞ্জ সীমান্তের ওপারে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৮:১০ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় ত্রিপুরা রাজ্যের একটি গ্রামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তারা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)।
স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ওই তিন ব্যক্তি। গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার তাদের নিহতের খবর পাওয়া যায়।
বিএসএফের বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিজিবি জানায়, ত্রিপুরা রাজ্যের সিংগীছড়া বিএসএফ ক্যাম্পের কাছে লাতাইবাড়িতে স্থানীয়দের গণপিটুনিতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই করম আলী ও সুজন মিয়ার মৃত্যু হয়। আহত আক্কল মিয়া স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন গণপিটুনিতে তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ এপ্রিল বাল্লা সীমান্তে চুনারুঘাটের তিনজনকে পিটিয়ে হত্যা করে ভারতীয় জনতা।