এ বছর ২০ লাখ ৯০ হাজার শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষা দিচ্ছে
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৮:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
২ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা। এ বছর ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। সব পরীক্ষাই অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়াও প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।
২০১০ সাল থেকে সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একসঙ্গে জেএসসি পরীক্ষা দিয়ে আসছে। ২০১১ সাল থেকে শুরু হয়েছে জেডিসি পরীক্ষা।
গত বছর ৪ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারণে তা শুরু হয় ৭ নভেম্বর।