সারাদেশে জোরদার নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৭:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এলাকাসহ পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্রবেশের সবগুলো ফটকে পুলিশ ও র্যাব অবস্থান নিয়ে তল্লাশি করছে।
নিরাপত্তা জোরদারে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ প্লাটুন সদস্য টহলসহ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এ ছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহর এবং নিজামীর এলাকা পাবনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছু এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে ট্রাইব্যুনালের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ছাড়াও উচ্চ আদালত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন করছে। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীতে টহল বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালের রায়ের সময় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আজকের রায়কেও কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা না হতে পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীর নিরাপত্তায় সতর্ক রয়েছে ঢাকা মহানগর পুলিশ।