রাজনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৬:১৮ পূর্বাহ্ণ
রাজনগর সংবাদদাতা ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনগর উপজেলা কমিটির সম্মেলন গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজনগর উপজেলার মুন্সিবাজার কালি বাড়ি প্রাঙ্গনে আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।
সম্মেলন উদ্বোধনের পর একটি বিশাল মিছিল মুন্সিবাজার প্রদক্ষিণ করে।
উপজেলা সিপিবির সভাপতি মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতাই মিত্রের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ।
এ ছাড়া অন্যান্যের মধ্যে সিপিবির মৌলভিবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, সিলেট জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, অ্যাডভোকেট মাসুক আহমদ, যুব ইউনিয়ন রাজনগর উপজেলা সংসদের সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু সম্মলনে বক্তব্য দেন।