কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৪, ৬:১০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে শাহাদাৎ বরণকারী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, ধলই বিজিবি বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শণ করা হয়। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী প্রদান করে। শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শহীদ মো. সাইদুল হক (শ্রীমঙ্গল ইউএনও), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, ধলই বিজিবির ক্যাম্প কমান্ডার আং হাই সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।