যুক্তরাষ্ট্রে ইবোলা চিকিৎসাকর্মীদের জন্য নতুন নীতি
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৪, ৬:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পশ্চিম আফ্রিকা থেকে ফিরে আসা নার্স কাচি হিকক্স। তিনি বলছেন, তার সাথে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অপরাধীসুলভ আচরণ করা হয়েছে এবং এজন্য আইনের আশ্রয় নেবেন তিনি। মূলত সিয়েরা লিওনে ইবোলা রোগীদের সেবা দান করে যুক্তরাষ্ট্রে ফিরে আসা এক নার্সের অভিযোগের পর সরকার এই সিদ্ধান্ত নিলো।
কাচি হিকক্স নামে ওই নার্স অভিযোগ করেছেন, গত শুক্রবার তিনি যখন সিয়েরা লিওন থেকে নিউজার্সির বিমানবন্দরে এসে নামেন তখন তার সাথে অপরাধী-সুলভ আচরণ করা হয়। তাকে আটক করে আইসোলেশন বা নিঃসঙ্গতায় পাঠানো হয়।
এই অভিযোগের পর নতুন নীতিমালা প্রণয়ন করতে বাধ্য হয় দেশটির সরকার। মিস হিকক্সকে সোমবারই মুক্তি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্য নিউজার্সি ও নিউইয়র্কসহ তিনটি অঙ্গরাজ্যে পশ্চিম আফ্রিকা থেকে ফিরে আসা স্বাস্থ্য-কর্মীদের জন্য একুশ দিনের বাধ্যতামূলক নিঃসঙ্গতার বিধান করা হয়েছিল।