কোম্পানীগঞ্জে বিলের মাছ লুঠকালে দেশিঅস্ত্রসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের হাতে নিহত যুবলীগ কর্মী আব্দুল আলীর ইজারাকৃত বিলের মাছ লুটের সময় অস্ত্রসহ রমজানআলী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ২৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় পাঙ্গাসখালবিল থেকে তাকে আটক করা হয়।
এ সময় ১০টি বল্লমও উদ্ধার করে পুলিশ। আটক রমজান আলী উপজেলার তেলিখাল ইউনিয়নের গোপালের পাড় গ্রামের কাসিমআলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুনের ঘটনায় অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়ার ইউনিয়নে অবস্থিত পাঙ্গাসখাল বিলটি ইজারা নিয়েছিলেন সন্ত্রাসীদের হাতে নিহত আব্দুল আলী। আজ সোমবার ভোরবেলা থেকেই বিলটির মাছ লুটে নিচ্ছিল দুর্বৃত্তরা। এ খবরে সকালে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ১০টি বল্লম উদ্ধারসহ রমজান আলীকে আটক করাহয়। নিহত যুবলীগ নেতা আব্দুল আলীর ভাই আব্দুল হক জানান, সকালে দুর্বৃত্তরা ইজারাকৃত বিলের মাছ লুটে নেয়। পুলিশ অভিযান চালিয়ে ১০টি বল্লমসহ রমজান আলী নামের এক যুবককে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আহমদ আটকের সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা নিহত আব্দুল আলীর ইজারাকৃত বিলের মাছ লুটে নেওয়ার সময় জনতার সহায়তায় দেশিয় অস্ত্রসহ রমজান আলীকে আটক করা হয়।এসময় অন্যরা পালিয়ে যায়।