কমলগঞ্জে শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে এনজিও প্রোগ্রামের র্যালি
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ১০:১৬ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন ::
মৌলভীবাজারের কমলগঞ্জে স্যানিটেশন নিশ্চিত করতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ফেস্টুন হাতে দিয়ে ক্লাস বাদ দিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এনজিও প্রকল্প কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। সমাপনী পরীক্ষার পূর্ব মুহূর্তে শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকগণ।
আজ ২৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স) ও আইডিয়া উপজেলা সরকারি মডেল স্কুলের শিক্ষার্থীদের দিয়ে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার অনুষ্ঠান করছেন।
জানা যায়, ২০১৫ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে আইডিয়া ওয়াটার প্রকল্প উপজেলার আলীনগর, মাধবপুর ও সদর ইউনিয়নে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন-২০১৪ উপলক্ষে ২২ থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের ধারাবাহিকতায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ব্যাতীত সকল ক্লাসের শিশু শিক্ষার্থীদের র্যালীতে অংশ গ্রহণের জন্য মাথায় ক্যাপ পরিয়ে সকাল থেকে উপজেলা হলরুমে নেয়া হয়। র্যালিতে অংশ নিতে শিক্ষা অফিসের সম্মুখে প্রায় ১ঘণ্টা লাইনে দাঁড় করানো হয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের হাতে ফেস্টুন দিয়ে র্যালীতে অংশগ্রহণকারী অতিথিদের জন্য ১১ টা ২০ মিনিট অপেক্ষমান থাকতে হয়। পরে অতিথিরা আসার পর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে র্যালি শেষে হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন অভিভাবক বলেন, ক্লাস বাদ দিয়ে এনজিও প্রোগ্রামের প্রকল্প বাস্তবায়নে স্কুলের কঁচি শিক্ষার্থীদের নিয়ে র্যালী ও আলোচনা দেখানো হচ্ছে। বিভিন্ন সময়ে সরকারি ও এনজিও প্রোগ্রামে লোকবল না থাকায় কোমলমতি এসব শিক্ষার্থীদের র্যালী ও আলোচনায় ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দীন বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ৫ম শ্রেণি ব্যতিত সকল শিক্ষার্থীদের র্যালীতে অংশ নিতে কিছু সময়ের দেয়া হয়েছিল। কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁইয়া বলেন, সরকারি এক প্রজ্ঞাপনে মন্ত্রী, এমপিদের প্রোগ্রামে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিষেধ করা হয়েছে। এখানে এনজিওর প্রোগ্রামে শিশুদের ক্লাস বন্ধ করে দাঁড় করিয়ে রাখা ও র্যালীতে অংশ গ্রহণ করানো মোটেই ঠিক হয়নি। এ অভিযোগ বিষয়ে আইডিয়া-ওয়াটার প্রকল্প কমলগঞ্জের প্রজেক্ট ম্যানেজর মো. মহসিন বলেন, এটি একটি শিক্ষামূলক কার্যক্রম এবং সরকারের মিশন-ভিশনের একটি অংশ। সে কারণে একটি ফাঁকে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সম্পৃক্ত করানো হয়। কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, মৌলভীবাজারে একটি প্রোগ্রামে রয়েছেন। ওয়াটার প্রকল্পের পোগ্রামে র্যালীতে কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের অংশ গ্রহণের অনুরোধ করা হয়েছিল। সেটিও একটি শিক্ষণীয় বিষয় হিসাবে শিক্ষার্থীদের জন্য অংশ নিতে বলা হয়েছিল। তবে এতো সময়ে দাঁড় করিয়ে কেন রাখা হলো সে বিষয়ে তিনি এনজিও কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান।