ভাষা সৈনিক আবদুল মতিন স্মরণে মৌলভীবাজারে শোকসভা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ৯:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মহান ভাষা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আব্দুল মতিন স্মরণে গতকাল ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
এড. মকবুল হোসেনের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি কামরুল হাসান মিজুর পরিচালনায় শোকসভায় ভাষা মতিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, এড.মিজানুর রহমান, বাসদের জেলা আহ্বায়ক মইনুর রহমান মগনু, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক শক্তিপদ পাল, হিরন্ময় দেব, মাসুদ রানা, ছাত্র ফ্রন্টের আহবায়ক মিটন দেবনাথ, ছাত্র ইউনিয়ন নেতা সুবিনয় রায় শুভ ।
বক্তারা বলেন, ভাষা সৈনিক আবদুল মতিনের আদর্শ ও কর্ম অনুস্বরণ করলে এই দেশ কখনো পথ হারাবে না। এই মহান ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান না করে রাষ্ট্র হীনমন্যতার পরিচয় দিয়েছে।