বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ৯:০০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বড়লেখা শাখার উদ্যোগে বড়লেখা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ২৬ অক্টোবর রোববার দুপুরে পৌরসভাধীন ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা সভাপতি মঞ্জু লালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও ক্রীড়া সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান, বড়লেখা থানার ওসি আবুল হাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র নাথ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ পাল, শিক্ষক সিরাজুল ইসলাম ভুইয়া, শিক্ষক সমিতি সম্পাদক বদর উদ্দিন, শিক্ষক বদরুল হোসেন, কায়েদে আজম প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকবৃন্দের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি।
এদিকে গত ২০ অক্টোবর দুপুরে আইলাপুর রেজি.সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান শিক্ষক নেতৃবৃন্দ। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নেওয়ার জন্য প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিনের কাছে আবেদন জানানো হয়।