সুনামগঞ্জে ইয়াবা ও চোরাই মটরসাইকেলসহ ২ তরুণ আটক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ৮:৪৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ সদর উপজেলার কারবাননগর এলাকায় গতকাল ২৬ অক্টোবর রোববার দুপুর আড়াইটার দিকে ৬০ পিস ইয়াবা ও একটি চোরাই মটরসাইকেলসহ ২ যুবককে আটক করেছে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প।
আটকরা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাগি বদিগাঁও গ্রামের ফজলু মিয়ার ছেলে হুমায়ুন রশিদ (১৫) ও জেলার দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামের মমতাজ আলীর ছেলে নূর মোহাম্মদ (২০)।
গতকাল ২৬ অক্টোবর রোববার দুপুর আড়াইটার দিকে তাদের সদর উপজেলার কুরবান নগর এলাকা থেকে আটক করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুরবান নগর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও ব্যবহৃত একটি মটর সাইকেলসহ তাদের আটক করে।
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের এএসপি অলক বিশ্বাস বিষয়টি জানান, উদ্ধারকৃত ৬০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।